logo ১০ জুলাই ২০২৫
যে কারণে এক গালে চড় মারবেন না
ঢাকাটাইমস ডেস্ক
২৮ মে, ২০১৬ ০০:৫৩:৫৩
image



ঢাকা: কেউ এক গালে চড় মারলে অপর পক্ষকে বলতে শোনা যায় এক গালে চড় মারলি কেন, ওর বিয়ে হবে না। এটা নিছক কুসংস্কার নয়। এর পেছনে রয়েছে যুক্তিও।






সেই যুক্তি হলো, চড় মারার সময় উত্তজেনাবশত যদি খুব জোরে লাগে তাহলে আচমকা গাল এক পাশে ঘুরে যেতে পারে। সেক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে চোট লাগতে পারে।






তেমন ঘটনা ঘটলে বিভিন্ন রকমের বিপদের কারণ হতে পারে। তাই এক গালে চড় মারা কোনোভাবেই উচিৎ হবে না। তার মানে এই নয় যে, দুই গালে চড় মারতে হবে। মোট কথা, গালে চড় মারা থেকে বিরত থাকুন।






(ঢাকাটাইমস/২৮ মে/এসইউএল)