অনবদ্য ভালোবাসা!
ঢাকাটাইমস ডেস্ক
২৭ মে, ২০১৬ ১৭:০৮:৫৫
ঢাকা: দুই ভুবনের দুই বাসিন্দার প্রেম। না, মানুষ নয়, এই প্রেম-ভালোবাসা একটি পোষা বিড়াল ও একটি ড্রাগন লিজার্ডের। সাধারণত ড্রাগন লিজার্ডের দেখা পেলে তেড়ে যায় বিড়াল। কিন্তু এই দুই প্রাণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখলে মনে হবে তাদের পরিচয় বুঝি জন্মজন্মান্তরের।
নারী ড্রাগন লিজার্ডটির নাম ‘চার্লস’ এবং পুরুষ বিড়ালটির নাম ‘বেবি’। সম্প্রতি প্রকাশ পাওয়া তাদের প্রেমময় ছবি সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে।
বিড়ালটি চার্লসকে আক্রমণের বদলে সব ধরনের বিপদের হাত থেকে আগলে রাখে। পরস্পরের প্রতি তাদের ভালোবাসা ও মমতা অপরিসীম।
সবচেয়ে মজার ব্যাপার হলো, তারা দুজন একসঙ্গে খাবার ভাগ করে খায়। জড়িয়ে ধরে ঘুমায় এবং মাঝে মাঝে চুমুও খায়।
চার্লস ও বেবি একসঙ্গে সময় কাটায় ঘণ্টার পর ঘণ্টা। এমনকি মাঝে মাঝে তারা একসঙ্গে বসে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যও উপভোগ করে।
(ঢাকাটাইমস/২৭মে/এসআই/মোআ)