কাপড় পরা থাকলেও হতে পারে গর্ভধারণ
ঢাকাটাইমস ডেস্ক
২৬ মে, ২০১৬ ০০:০৩:৩৩

ঢাকা: গর্ভধারণ বিষয়ে অনেকেরই মধ্যে নানা ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। জানেন কি নারী-পুরুষ শারীরিক সম্পর্কে না জড়ালেও একজন নারী গর্ভধারণ করতে পারে? অপ্রত্যাশিত গর্ভধারণ এড়াতে ভ্রান্ত বিষয়গুলো সবারই জানা প্রয়োজন।
চিকিৎসকদের মতে, কাপড় পরা অবস্থায় নারী-পুরুষ যদি একে অপরের কাছাকাছি আসে তাতেও একজন নারী গর্ভধারণ করতে পারে। উভয়ে অন্তর্বাস পরা থাকলেও অপ্রত্যাশিত এই গর্ভধারণ সম্ভব।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পরিবার পরিকল্পনা বিভাগের মতে, যদি শুক্রাণু কোনো কারণে মহিলার যোনির সংস্পর্শে আসে তাতেই গর্ভধারণের ঝুঁকি থাকে।
মাঝে মাঝে অন্তর্বাস সিক্ত হয়ে তা ভেতরে প্রবেশ করতে পারে।আর এর ফলে নারী গর্ভধারণ করতে পারে। তবে এর সম্ভাবনা খুবই কম।
অনেকের ধারণা, স্তনদান প্রাকৃতিক গর্ভনিরোধক হিসেবে কাজ করে। এটি গর্ভধারণ প্রতিরোধ করতে পারে। এটি একেবারেই ভুল ধারণা। স্তনদান শুধুমাত্র ওই সময়ে গর্ভধারণের সম্ভাবনা কিছুটা হ্রাস করতে পারে। তার মানে এই নয় যে, এটি প্রমাণিত গর্ভনিরোধক অবস্থা।
আরেকটি জনপ্রিয় নন-মেডিকেল পরিবার পরিকল্পনা পদ্ধতি দম্পতিরা মেনে চলেন। সেটি হচ্ছে ‘রিদম মেথড বা ক্যালেন্ডার মেথড’। প্রতি মাসে নারীদের পিরিয়ডের পর পর ডিম্বাশয় থেকে ডিম্বাণু ছড়ায়। এই সময়টাকে নারীদের জন্য উর্বর সময়ও বলা হয়। এই সময়ে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকলে গর্ভধারণ এড়ানো যায়। কিন্তু আদতে এটি একটি ভুল ধারণা। মাসিক চক্রের যেকোনো সময় একজন নারী গর্ভধারণ করতে পারে এমনকী পিরিয়ড চলাকালীন সময়েও। সূত্র: ডেক্কান ক্রনিক্যাল।
(ঢাকাটাইমস/২৬মে/এসআই)