logo ১০ জুলাই ২০২৫
ধনী-গরিবের ভাবনায় সঙ্গীর শারীরিক সৌন্দর্য
ঢাকাটাইমস ডেস্ক
২৬ মে, ২০১৬ ২০:২৬:১১
image



ঢাকা: প্রেমের সম্পর্কের ক্ষেত্রে শুধু আবেগ ও অনুভূতিই প্রধান বিষয় নয়। এক্ষেত্রে আর্থিক অবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ধনী-গরিবের ভূমিকা নিয়ে পরিচালিত এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে।






গবেষকদের মতে, মানুষ শর্তাধীন সঙ্গী নির্বাচনের কৌশলে নিয়োজিত। সম্পদের মত পরিবেশগত উপাদান রোমান্টিক পছন্দের ক্ষেত্রে ভূমিকা রাখে।






হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডারুইস চ্যান বলেন, আমরা রোমান্টিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে অর্থের মনস্তাত্ত্বিক গুরুত্ব ভালো করে বুঝার চেষ্টা করেছিলাম। কারণ খুব কম সংখ্যক মানুষই এ ব্যাপারে অবগত। এতে করে সম্পর্ক সম্বন্ধে মানুষের ভালো দৃষ্টিভঙ্গি তৈরি হবে।






দীর্ঘদিন ধরে সম্পর্ক চালিয়ে যাচ্ছে চীনের এমন কলেজ শিক্ষার্থীদের একটি গ্রুপের ওপর দুটি পরীক্ষা চালানো হয়।






প্রথম গবেষণায় দেখা যায়, যেসব পুরুষ সম্পদশালী তারা সঙ্গীদের শারীরিক সৌন্দর্য নিয়ে কম সন্তুষ্ট। তারা স্বল্পমেয়াদি সম্পর্কে আগ্রহী। পক্ষান্তরে গরিব পুরুষরা দীর্ঘমেয়াদি সম্পর্কে বিশ্বাস করে। আর যেসব নারীরা সম্পদশালী তারা পুরুষদের শারীরিক সৌন্দর্যের বিষয় নিয়ে বেশি প্রত্যাশা করে না।






দ্বিতীয় গবেষণার ফলাফলে দেখা যায়, সব সম্পদশালীরা খুব সহজে আকর্ষণীয় বিপরীত লিঙ্গের  সঙ্গে সম্পর্ক গড়তে পারে। আর যারা গরিব তারা এই সুযোগটা কম পান। ধনী-গরিব উভয়ের মধ্যেই নারীদের তুলনায় পুরুষরা বেশি আকর্ষণীয় সঙ্গী খোঁজে।






ডারুইস চ্যান আরও বলেন, উচ্চতর লাইফস্টাইলের জন্য সম্পদশালী পুরুষরা সঙ্গীর শারীরিক সৌন্দর্যের দিকে গুরুত্ব দেন এবং স্বল্পমেয়াদি সম্পর্কে জড়াতে চান বেশি। তবে অঙ্গীকারবদ্ধ নারীদের ক্ষেত্রে টাকা সঙ্গী নির্বাচনের কৌশলে কমই ভিন্নতা আনে। কারণ দীর্ঘমেয়াদি সম্পর্ক নষ্ট হয়ে গেলে সাধারণত প্রজনন খরচ বৃদ্ধি পায়।






(ঢাকাটাইমস/২৬মে/এসআই/এমআর)