‘ওর প্রকাশ্য আবেগ আমাকে বিপর্যস্ত করে তোলে’
ঢাকাটাইমস ডেস্ক
২৫ মে, ২০১৬ ১৮:৪২:২১

ঢাকা: স্বামী-স্ত্রীর মধ্যে আদর, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহের বহিঃপ্রকাশ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু দম্পতিদের মধ্যে আদর, ভালোবাসার মাত্রা যদি সহনীয় পর্যায়ের বাইরে চলে যায় তা একটু অস্বস্তিকর বৈকি। শতরুপা(ছদ্মনাম) ভালোবেসে বিয়ে করেছেন মাত্র এক বছর পূর্ণ হল।কিন্তু এই এক বছরেই স্বামীর অগাধ ভালোবাসা তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে।তাই তিনি বাধ্য হয়েছেন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য চাইতে। চলুন শতরূপার মুখে শোনা যাক তার স্বামী এমন কি আচরণ করেন যা তার মনে অস্বস্তির উদ্রেক করে।
শতরূপা বলেন, “ভালোবেসে বিয়ে করেছি এক বছর হল। আমার স্বামীকে খুব ভালোবাসি। বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের চোখে আমরা আদর্শ ও সুখী দম্পতি। আমার সবচেয়ে বড় সমস্যা হলো, স্বামী খুবই আবেগপ্রবণ। সে এমন একজন মানুষ সম্ভবত যেকোনো নারী তার সঙ্গে সারা জীবন কাটাতে চাইবে। কিন্তু তার এই প্রকাশ্য আবেগ আমাকে বিপর্যস্ত করে তোলে।”
শতরূপার স্বামী যে তার প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করে তা বুঝাই যাচ্ছে। কিন্তু তার স্বামী কেমন করে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় তাই এখন দেখার বিষয়।
শতরূপা এই প্রসঙ্গে বলেন, “আমার স্বামী আমাকে আলিঙ্গন করে, জাপটে ধরে, সবসময় আমাকে চুমু খায়। আর দিনে কমপক্ষে ৫ থেকে ১০ বার ‘আমি তোমাকে ভালোবাসি’ বলে। আমি খুব কমই সাড়া দেই। তখন আমি ভালোবাসার বিনিময় করি নেহাতই সৌজন্য দেখানোর জন্য। মনে হচ্ছে, স্বামীকে আমি কষ্ট দিচ্ছি।কিন্তু একদমই বুঝতে পারছি না, স্বামীর অতিমাত্রার এই ভালোবাসা কিভাবে মোকাবেলা করব? আমার এটাও মনে হচ্ছে, আমি অতিমাত্রায় কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছি। দয়া করে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বলুন।
শতরূপার এই সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করেছেন মুম্বাইয়ের ফর্টিস হাসপাতালের মনোরোগ চিকিৎসক ডা: পারুল টাঙ্ক।
তিনি বলেন, “আমি বুঝতে পারছি ব্যাপারটি বেশ অভিভূতকারী ও বিব্রতকর। আপনার স্বামী মনে হয়, সামাজিক সীমাবদ্ধতার বিষয়টি বুঝতে চান না। এই ধরনের আচরণ আসলেই অসঙ্গত। আমার পরামর্শ হচ্ছে, তার সঙ্গে কথা বলে এই ব্যাপারটি বুঝানোর চেষ্টা করুন। তাকে বুঝানোর চেষ্টা করুন ভালোবাসার বহিঃপ্রকাশ ভদ্র এবং দৃঢ়তার সঙ্গে করা যায়। আপনি যে তার ভালোবাসার ধরণ উপভোগ করছেন না তাও বুঝানোর চেষ্টা করুন। আপনি বিকল্প কোনো উপায়ও অবলম্বন করতে পারেন। স্বামীর অনুভূতি নিয়ে মাঝে মাঝে কথা বলুন। যাতে করে তার শারীরিক আদরের বিষয়টি পুষিয়ে দিতে পারেন।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
(ঢাকাটাইমস/২৫মে/এসআই/ এআর/ ঘ.)