logo ০৯ জুলাই ২০২৫
চশমা যখন শিল্পকর্ম!
ঢাকাটাইমস ডেস্ক
২৮ মে, ২০১৬ ২৩:০৫:১৪
image



ঢাকা: চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো মিউজিয়ামের ফ্লোরে একটি চশমা রেখে দেখতে আসা দর্শনার্থীদের বোকা বানিয়েছে ১৭ বছর বয়সী প্রাঙ্ক স্টার।






টি জে খায়াতান নামে ওই তরুণ বলেন, প্রথম যখন এখানে আসি তখন বিশাল শিল্পকর্ম এবং চিত্রকর্মের সংগ্রহ দেখে আমরা অভিভূত হয়েছিলাম। তবে কিছু শিল্প আমাদের কাছে চমৎকার মনে হয়নি। একটি ধূসর কম্বলের ওপর একটি প্রাণির পুতুল দেখে আমরা হোঁচট খাই। তখন প্রশ্ন করি এটি সত্যিই কিছু মানুষের কাছে চিত্তাকর্ষক ছিল? 






মানুষ দেখবে এবং এর শিল্পকর্ম ব্যাখ্যা করার চেষ্টা করবে গ্যালারিতে যাই রাখা হোক না কেন। এই তত্ত্বটি পরীক্ষার করার জন্য খায়াতান একটি চশমা ফ্লোরে রেখে চলে যায়। কিছুক্ষণই পর চশমাটিকে লোক জড়ো হওয়া শুরু করে। সবাই এই ‘শিল্পকর্ম’ থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখে। কিছু মানুষ এর ছবিও তোলে!






খায়াতান তার মজার ঘটনার কথা লিখে ছবিসহ ২৪ মে টুইট করে। তার টুইটটি ৪৫ হাজার বার রিটুইট হয়। হাস্যকরভাবে পুরো ঘটনাটি নিজেই একটি আধুনিক শিল্প হয়ে ওঠে। খায়াতান এর আগে একটি বেসবল ক্যাপ এবং একটি নতুন ডাস্টবিন গ্যালারিতে সবাইকে বোকা বানিয়েছিল। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।






(ঢাকাটাইমস/২৮মে/এসআই)