logo ০৪ এপ্রিল ২০২৫
নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত
নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৬ ১৮:৪৭:১৬
image



নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াসিন আরাফাত নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে আহত হওয়ার পর ঢাকায় নেয়ার পথে বিকাল চারটার দিকে তার মৃত্যু হয়।






জানা যায়, শেষ ধাপে নোয়াখালীর ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। দুপুরের দিকে নেওয়াজপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেয়া নিয়ে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ও কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।






সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত মেম্বার প্রার্থীর এজেন্ট ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়।






একই ইউনিয়নের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এছাড়া এই দুই সংঘর্ষের ঘটনায় ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।






গুলিবিদ্ধদের মধ্যে নুরুল্লাহ (৩২), রাসেল (৩৫), মো. সেলিমসহ বেশ কয়েকজনকে জেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।






এছাড়া আহত মোমিন উল্যাহ (৪২), মো. শাহজাহান (৩২), নওশাদ (৩৫), আবদুল মালেক (৪২), জামাল উদ্দিন (২৮), খলিল উল্যাহ (৩৮), মান্নান (৫২), মোহাম্মদ আলী (৬০), রফিক উল্যাহসহ (২৮) অন্য আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।






(ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/ইএস/এমআর)