logo ০৪ এপ্রিল ২০২৫
চাঁদপুরে আ.লীগ ৪, বিদ্রোহী ২
চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৬ ২০:৩৫:৪২
image




চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মতলব উত্তর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দুই প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।



অপর দিকে শাহরাস্তি উপজেলার চার ইউনিয়নের দুইটিতে আওয়ামী লীগ ও দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।



শাহরাস্তি উপজেলার চার ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- টামটা উত্তর ইউনিয়নে আনারস প্রতীকে ওমর ফারুক দর্জি (আওয়ামী লীগের বিদ্রোহী), টামটা দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে জহিরুল আলম মানিক (আওয়ামী লীগ), মেহার উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে মনির হোসেন (আওয়ামী লীগ), মেহার দক্ষিণ ইউনিয়নে আনারস প্রতীকে সফি আহমেদ মিন্টু (আওয়ামী লীগের বিদ্রোহী)।



অপরদিকে মতলব উত্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন- কলাকান্দি ইউনিয়নের আবদুর ছোবহান ও গজরা ইউনিয়নের মো: হানিফ দর্জি।



শনিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান নির্বাচনী ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।



(ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/ইএস)