ফলাফল ঘোষণার সময় সংঘর্ষে যুবক নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৬ ২১:৫৬:৪১
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরহাটি ইউনিয়নে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে কোহিনুর মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে আহত হয়েছেন আরও দশজন।
শনিবার রাতে বেকইজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ সংঘর্ষ হয়।
নিহত কোহিনুর মিয়া বেকইজোরা গ্রামের সামছুল হকের ছেলে।
জানা গেছে, বিকাল চারটায় পাইকরহাটি ইউনিয়নের বেকইজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়।রাতে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় কোহিনুর মিয়াসহ ১১জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে কোহিনুরের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
(ঢাকাটাইমস/৪মে/এমআর)