logo ০৪ এপ্রিল ২০২৫
গফরগাঁওয়ে ১৫ ইউপির ১৪ টিই আ.লীগের
গফরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৬ ২২:৩১:৪৩
image




গফরগাঁও (ময়মনসিংহ): ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গফরগাঁওয়ে আ.লীগের জয়জয়কার হয়েছে। উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের ১৪ টিতেই আ.লীগের প্রার্থীরা বেসরকারিভাবে জয় লাভ করেছেন। তবে রসুলপুর ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয় লাভ করেছেন।



শনিবার রাতে নির্বাচন কমিশন অফিস এ তথ্য নিশ্চিত করে।



আ.লীগের বিজয়ী প্রার্থীরা হলেন- সালটিয়া ইউনিয়নে নাজমুল হক ঢালী, বারবাড়িয়ায় আবুল কাশেম, মশাখালীতে মোস্তফা কামাল মনি, নিগুয়ারীতে সাহাবউদ্দিন খান, গফরগাঁওয়ে শামছুল আলম খোকন, লংগাইর ইউনিয়নে সমকাল সাংবাদিক আবদুল্লাহ আল আমিন বিপ্লব, পাঁচবাগে শাহ মো: কামরুল ইসলাম,পাইথলে আক্তারুজ্জামান ঢালী, টাংগাব মোফাজ্জল হোসেন সাগর, উস্থি ইউনিয়নে নজরুল ইসলাম তোতা, যশরায় তারিকুল ইসলাম রিয়েল, চর আলগীতে মাছুদুজ্জামান মাসুদ, দত্তের বাজার ইউনিয়নে একমাত্র নারী প্রার্থী রোখসানা বেগম ও রাওনা ইউনিয়নে শাহাবুল আলম জয় লাভ করেন। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে শুধুমাত্র রসুলপুর ইউপির বর্তমান চেয়ারম্যান মঈনুল হক সরকার (আনাসর) প্রতীক নিয়ে আ.লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্র্থী সাইফুল ইসলামকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।



(ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/ইএস)