রংপুরে এবার স্বতন্ত্ররা এগিয়ে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৬ ২৩:২৩:৪৯
রংপুর: শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের দশ ইউনিয়নের মধ্যে সরকার দলীয় আওয়ামী লীগের তিন ও জাতীয় পার্টি প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বাকি চারটিতে বিজয় লাভ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে রংপুর সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, তিনটিতে আওয়ামী লীগ, তিনটিতে জাপা এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী লাভ করেছেন।
এটি বেসরকারি ফলাফল বলেও জানান তিনি। তবে তিনি বিজয়ীদের নাম জানাতে পারেননি।
(ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/ইএস)