ধানক্ষেতে শিল্পকর্ম
ফিচার ডেস্ক
১৩ জুন, ২০১৬ ১২:২৯:১৪
ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় ধানক্ষেতের শিল্পকর্মের জন্য পরিচিত জাপানের একটি শহরের অধিবাসীরা এবছরের শিল্পকর্মের জন্য ধানের চারা রোপণ করতে শুরু করেছেন।
শিশু ও তাদের বাবা-মা সহ প্রায় এক হাজার লোকজন আজ টোকিওর উত্তরের সাইতামা জেলার গিওদা শহরের একটি ধানক্ষেতে সমবেত হয়েছিলেন।
আট বছর আগে থেকে সেই শহর প্রতি বছর বিভিন্ন রঙের কয়েক ধরনের ধান গাছ কাজে লাগিয়ে শিল্পকর্ম তৈরি করছে। সেই শিল্পকর্ম গত বছর বিশ্বের সবচেয়ে বড় ধানক্ষেতের মোজাইক হিসেবে স্বীকৃতি লাভ করে।
এবছর তাঁরা ধান খেতে নয়টি ভিন্ন রঙের ধানের চারা সারা বিশ্বে জনপ্রিয় একটি ভিডিও গেমে উল্লেখ থাকা একজন বীর ও একটি ড্রাগনের আকার দিয়ে ও সেই সাথে শহরের প্রতীক পদ্মফুলের আকারে রোপণ করেন।
প্রাথমিক স্কুলের এক ছাত্রী বলেছে শীতল ধানক্ষেতে পা রাখতে পেরে তার ভাল লেগেছে। সেই বালিকা আরও জানায় বিশাল ধান খেত জুড়ে ছবি ফুটে উঠা দেখার অপেক্ষায় সে থাকবে।
জুলাই মাসের মাঝামাঝি সময়ের দিকে শিল্প কর্ম দেখা যাবে।
(ঢাকাটাইমস/১৩জুন/এজেড)