logo ০৮ জুলাই ২০২৫
লুকিয়ে সঙ্গীর ফোন চেক করা অপরাধ!
ঢাকাটাইমস ডেস্ক
১৪ জুন, ২০১৬ ২২:৪৭:০১
image



ঢাকা: লুকিয়ে স্বামী বা স্ত্রীর, প্রেমিক বা প্রেমিকার মোবাইল ফোনের ইনবক্স বা ফেসবুকের চ্যাট রুম খুলে পড়ে ফেলেন অন্যদের পাঠানো মেসেজ। কিন্তু জানেন কি এটাও এক ধরনের অপরাধ প্রবণতা। কখনো সন্দেহের বশে, কখনো বা শুধুই কৌতূহলবশত আপনি যেটা করছেন সেটা কিন্তু যথেষ্ট নিন্দনীয়। জেনে নিন ঠিক কী কী কারণে কখনোই আপনার সঙ্গীর ফোন চেক করা উচিত নয়।






-এই বিষয়টি মনে রাখা উচিত, আপনারা আসলে দুজন আলাদা মানুষ। তাই দুজনের ব্যক্তিগত জায়গাটাও আলাদা। একে অপরকে ব্যক্তিগত জায়গাটা উপভোগ করতে দিন।






-আপনার এই অভ্যাসের ফলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে। সব সময়ই একে অপরকে সম্মান জানানো উচিত।






-সঙ্গীর ফোন লুকিয়ে দেখার অর্থ তাকে সন্দেহ করা। নিজের জন্য কিছুটা ব্যক্তিগত জায়গা রাখা ভালো। মনে রাখবেন পাসওয়ার্ড শেয়ার করা মানেই ‘বেশি ভালবাসি’ এমনটা নয়।






-দীর্ঘদিন ধরে আপনি এই কাজে অভ্যস্থ হয়ে গেলে তা আসক্তির জায়গায় চলে যেতে পারে। সুতরাং সময় থাকতে নিজেকে নিয়ন্ত্রণ করুন।






-সম্পর্কে বিশ্বাস আর ভরসাটাই আসল কথা। তাই অযথা উল্টো দিকের মানুষটার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করে সেই বিশ্বাস নষ্ট করবেন না। সময় থাকতে এই অভ্যাস থেকে বেরতে না পারলে তা মানসিক রোগের পর্যায়েও চলে যেতে পারে।






(ঢাকাটাইমস/১৪জুন/এসআই)