logo ০৬ জুলাই ২০২৫
চারুকলায় বনসাই প্রদর্শনী
ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুলাই, ২০১৬ ১৩:০৪:০৮
image



ঢাকা: ঢাকায় শুরু হয়েছে বনসাই প্রদর্শনী। এই প্রদর্শনীর আসর বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউটে। 






আয়োজক দেশের শীর্ষস্থানীয় বনসাই সংগঠন রেডিয়েন্ট বনসাই সোসাইটির দপ্তর সম্পাদক ও বনসাই শিল্পী লায়লা আহমেদ। সাতদিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে ১৬ জুলাই।  






প্রদর্শনীতে প্রায় ২০০ প্রজাতির বনসাই রাখা হয়েছে। এগুলো ঘুরেফিরে দেখার পাশাপাশি কেনাও যাবে। এখানে মাত্র ৫০০ টাকায় মিলবে বনসাই। আছে ৭০ হাজার টাকা দামের বনসাইও। 






অয়োজকরা জানান, যারা শহরে থাকেন তাদের ছোট ছেলেমেয়েদের অনেকেই দেশের বিভিন্ন গাছপালা সম্পর্কে তেমন কিছুই জানে না। তাই তাদের এসব গাছপালা সম্পর্কে ধারনা দেওয়ার ক্ষেত্রে এ প্রদর্শনী খুবই গুরুত্বপূর্ণ। বনসাই অমূল্য সম্পদ, স্টাইল, সিস্টেম ও বয়সের উপর ভিত্তি করেই এগুলোর দাম নির্ধারণ করা হয়।






প্রদর্শনীতে বনসাই দেখার পাশাপাশি কিছুই বনসাই তৈরি করতে হয় তা শেখাও যাবে। কেননা, দর্শনার্থীদের বনসাই তৈরির কৌশল হাতে কলমে দিখিয়ে দিচ্ছেন বনসাই শিল্পী লায়লা আহমেদ।






(ঢাকাটাইমস/১৭জুলাই/এজেড)