logo ০৬ জুলাই ২০২৫
লীলাবালি লাইফ স্টাইলের যাত্রা শুরু
ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুলাই, ২০১৬ ১৩:৩৯:৫০
image



ঢাকা: রুচিশীল নারীদের সব ধরনের প্রয়োজনীয় ব্র্যান্ডের পণ্য নিয়ে চালু হয়েছে লীলাবালি লাইফস্টাইল। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শো-রুমটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শো-রুমটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজহারুল হক খান এবং ফৌজিয়া হক খান।






দেশের শীর্ষস্থানীয় মডেল ও তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ পণ্যশালাতে থাকছে মেয়েদের বিদেশী ব্র্যান্ডের জুতা, পারফিউম, ব্যাগ, কসমেটিক্স,  জুয়েলারি এবং অন্যান্য গিফট সামগ্রী। 






প্রতিষ্ঠানটির কর্ণধার শামসুল হাসান খান মনে করেন, ক্রেতাদের হাতে আন্তর্জাতিক ব্র্যান্ডের কাঙ্খিত পণ্য ন্যায্যমূল্যে পৌছে দিতে পারাটাই হবে তার এই উদ্যোগের সার্থকতা। দোকানের ঠিকানা: বনানী, প্লট-৩০, ব্লক-ডি,  রোড-১০।






(ঢাকাটাইমস/১৭জুলাই/এজেড)