লাভা স্মার্টফোনে আকর্ষণীয় পুরস্কার জিতলেন ক্রেতারা
ঢাকাটাইমস ডেস্ক
০৬ আগস্ট, ২০১৬ ১৬:৩০:১২

ঢাকা: আনন্দঘন পরিবেশে সম্প্রতি জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে লাভাস্মার্ট ফোন স্ক্র্যাচ কার্ড বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে এলইডি টিভি, ফ্রিজ, এয়ার কুলার, মোবাইল হ্যান্ডসেটসহ নানা পুরস্কার তুলে দেন লাভা ইন্টারন্যাশনাল এইচ কে লিমিটেডের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর- গ্রামীণ ডিস্ট্রিবিউশনের চিফ অপারেটিং অফিসার মো. জহুরুল হক বিপ্লব ও লাভার চিফ মার্কেটিং অফিসার আ্যরোন ম্যাও।
এসময় উপস্থিত ছিলেন জিডিএলে’র চিফ মার্কেটিং অফিসার মো. সিরাজুল হক, লাভার হেড অব মার্কেটিং মো. কামরুল ইসলাম ও মানবসম্পদ প্রধান মাহমুদুল হাসান। বরাবরের মত এবারও ঈদুল ফিতর উপলক্ষে লাভা তার ক্রেতাদের জন্য স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি নিশ্চিত উপহার প্রাপ্তির কার্যক্রম চালু করে।
গ্রামীণ ডিস্ট্রিবিউশনের চিফ অপারেটিং অফিসার জহুরুল হক বিপ্লব বলেন, আগামীতে লাভা মোবাইল সর্বাধুনিক সুবিধা সম্পন্ন স্মার্টফোন ক্রেতাদের হাতে তুলে দেবে যা সবারই ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
গ্রামীণ ডিস্ট্রিবিউশনের চিফ মার্কেটিং অফিসার সিরাজুল হক বলেন, বিক্রয় পরবর্তী সর্বোচ্চ সেবা ক্রেতাদের জন্য নিশ্চিত করেছে বলেই অল্প সময়েই লাভা এখন বাংলাদেশের অন্যতম মোবাইল ব্রান্ডে পরিণত হয়েছে।
লাভার মার্কেটিং ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, লাভা আইরিশ ৮৭০ বাংলাদেশ স্মার্টফোন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। লাভা তাদের মোবাইল ক্রেতাদের সার্ভিস দেয়ার ব্যাপারে সবসময় বদ্ধপরিকর।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/জেবি)