logo ২১ এপ্রিল ২০২৫
২৯ আগস্ট থেকে জ্বালানি তেল বিক্রি না করার হুমকি
ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৬ ১৮:৪২:০৩
image



খুলনা : ট্রেড লাইসেন্সের বর্ধিত ফি কমানোসহ ১০ দফা দাবিতে ২৯ আগস্ট থেকে জ্বলানি ধর্মঘটের ডাক দিয়েছে জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংক-লরি মালিক সমিতি। শনিবার দুপুরে সমিতির খুলনা বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।






সমিতির দাবিগুলোর মধ্যে আছে, বিস্ফোরক, পরিবেশ, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরসহ অন্যান্য সব লাইসেন্স নবায়ন করা, বিএসটিআই কর্তৃক পেট্রল পাম্পের ভূ-গর্ভস্থ ট্যাংক প্রতিবছর ক্যালিব্রেশন বন্ধ, পেট্রল পাম্পের জমি শিল্প খাজনার আওতামুক্ত করা।






এ ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের জমির ইজারার ফি কমানো, পেট্রল পাম্পের সামনে ড্রেন নির্মাণে নির্দেশনা বন্ধ, প্রয়োজনের অতিরিক্ত পেট্রল পাম্প স্থাপন বন্ধ, সব পাম্পে পুলিশের নজরদারি বৃদ্ধি, বোতলে পেট্রল বিক্রি বন্ধ এবং ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় ‘ট্রানজিট লস’ দেয়ার দাবি জানায় সমিতি।






এসব দাবি পূরণে ২৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন জ্বালানি তেল পরিবেশকরা। মানা না হলে পরদিন থেকে কোনো পরিবেশক বা এজেন্ট ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবেশন করবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে।






সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির বিভাগীয় সভাপতি আব্দুল গফফার বিশ্বাস। উপস্থিত ছিলেন ট্যাংক-লরি মালিক সমিতির বিভাগীয় সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, হাবিবুর রহমান, আব্দুস সোবাহান মোড়ল, এম মাহাবুুব আলম, শেখ ফরহাদ হোসেন, মীর মোকছেদ আলী।






(ঢাকাটাইমস/৬আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি)