‘অর্থ সন্ত্রাসীদের কথা কেউ বলছে না’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৬ ১৫:০৬:২৭

ঢাকা: বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, এখন জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই কথা বলছে, কিন্তু অর্থ সন্ত্রাসীদের কথা কেউ বলছে না। এই অর্থ সন্ত্রাসীরা সরকারকে পাহারাদারের মতো ঘিরে রেখেছে। এর থেকে সরকারকে মুক্ত করতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন শক্তিশালীকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
জনগণের ক্ষমতায়ন হলেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) জানিয়ে ইব্রাহিম খালেদ বলেন, স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে হবে। তবেই এসডিজি অর্জনে অনেকটা এগিয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর বলেন, ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর সংবিধানে লিপিবদ্ধ আছে রাষ্ট্রের মালিক জনগণ। সরকারের দায়িত্ব আস্তে আস্তে জনগণের ক্ষমতায়ন করা, তবেই খুব সহজেই এসডিজি বাস্তবায়ন সম্ভব।’
গোলটেবিলে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু।
গোলটেবিল বৈঠকে বিআইডিএস-এর প্রফেসরিয়েল ফেলো ড. মো. আসাদুজ্জামান, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমেদ আল কবীর বক্তব্য দেন।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/জিএম/জেবি)