logo ২১ এপ্রিল ২০২৫
খাদ্যগুদাম নির্মাণে দুই হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৬ ১৭:৩৭:২৮
image



ঢাকা: উন্নত খাদ্য মজুদকরণের মাধ্যমে দুর্যোগের সময় পর্যাপ্ত জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণে দুই হাজার কোটি টাকা দিচ্ছে দেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক।






শনিবার বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর ও মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজের সঙ্গে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাজী মো. সেলিম, খাদ্যসচিব এএম বদরুদ্দোজা ও বিশ্বব্যাংক গ্রুপের টাস্ক টিম লিডার ম্যানিয়েভেল সেন প্রমুখ।






অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ঘন ঘন ঘূর্ণিঝড়, বন্যা ও খরা দেখা দিচ্ছে। ফলে পর্যাপ্ত নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হচ্ছে। তাই উন্নত খাদ্য মজুদকরণের মাধ্যমে দুর্যোগের সময় পর্যাপ্ত জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য সরকার মডান ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রকল্প বাস্তবায়ন করছে। এতে দুই হাজার কোটি টাকা দিচ্ছে দেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক।






প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে দুর্যোগউত্তর জরুরি প্রয়োজন মিটানোর জন্য সরকারি এবং পারিবারিক পর্যায়ে কার্যকর খাদ্য শস্য মজুদ ব্যবস্থা গড়ে তোলা। এ জন্য নির্বাচিত ৮টি সাইটে প্রায় পাঁচ লাখ ৩৫ হাজার টন খাদ্য শস্যের মজুদ গড়ে তোলা হবে। দেশের খাদ্য নিরাপত্তাব্যবস্থা জোরদার হবে।






(ঢাকাটাইমস/০৬আগস্ট/এইচআর/জেবি)