logo ২১ এপ্রিল ২০২৫
বেসিক ব্যাংকের দুর্নীতি, চিফ সার্ভেয়ার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৬ ১৭:০১:১৫
image



ঢাকা: বেসিক ব্যাংকের ৫৭ কোটি টাকা আত্মসাতে সহযোগিতার মামলায় ভূমি কর্মকর্তা শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে দুদক। আজ বুধবার রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।






দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য ঢাকাটাইমসকে এ তখ্য নিশ্চিত করেছেন।সম্প্রতি বেশ কয়েকটি দুর্নীতি মামলায় দুদক বহু সংখ্যক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।






পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা ও সংস্থার উপসহকারী পরিচালক আ স ম শাহ আলম মো. শাহজাহান আলীকে গ্রেপ্তার করেন।






মো. শাহজাহান আলী রুপসা সার্ভেয়ার্সের প্রধান সার্ভেয়ার ও ব্যবসায়িক অংশীদার। বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।






দুদক সূত্র জানায়, গত বছরের ২১ সেপ্টেম্বর পল্টন থানায় দুদকের করা মামলায় এজাহারভুক্ত আসামি শাহজাহান আলী।ওই মামলার এজাহারে বলা হয়েছে, সৈয়দ ট্রেডার্সের ১৮ কোটি ৬৭ লাখ টাকার সম্পত্তিকে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ দেখিয়ে মিথ্যা জরিপ প্রতিবেদন দিয়েছেন শাহজাহান আলী। এর মাধ্যমে বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে সৈয়দ ট্রেডার্স ৪০ কোটি টাকা ঋণ নেয়, যা বর্তমানে সুদাসলে ৫৭ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে। শাহজাহান আলী সৈয়দ ট্রেডার্সকে ওই অর্থ আত্মসাতে সহায়তা করেছেন।















(ঢাকাটাইমস/ ১০ আগস্ট/ এআর/ ঘ.)