বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে শাহজালাল ব্যাংকের অনুদান
ঢাকাটাইমস ডেস্ক
১০ আগস্ট, ২০১৬ ১৭:৩৪:৪৩
ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান ব্যাংকের পক্ষ থেকে সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এই অনুদানের চেক ০৯ আগস্ট গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১০আগস্ট/জেবি)