logo ২১ এপ্রিল ২০২৫
জঙ্গি ও মদদদাতাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৬ ১৭:১৬:২৯
image



ঢাকা: জঙ্গি ও তাদের মদদদাতাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদের মধ্যে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ, কল্যাণপুর ও কিশোরগঞ্জের শোলাকিয়ার অদূরে নিহত ১৬ জঙ্গি এবং তাদের দুই হোতা রয়েছে। এদের মধ্যে কানাডার নাগরিক তামিম চৌধুরী ও চাকরিচ্যুত সেনাবাহিনীর মেজর সৈয়দ মো. জিয়াউল হককে ধরতে ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।






এ ব্যাপারে বুধবার দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীকে নির্দেশনা পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে জঙ্গিদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।






বিএফআইইউ এর মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ বলেন, যেসব জঙ্গির খবর মিডিয়াতে এসেছে সেই সব জঙ্গির সব হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। তবে জঙ্গিদের সংখ্যা ১৮ বা বেশিও হতে পারে। 






(ঢাকাটাইমস/১০আগস্ট/এআর)