logo ০৪ জুলাই ২০২৫
ভাগ্যবানই বটে
ফিচার ডেস্ক
১০ আগস্ট, ২০১৬ ২৩:০১:২৫
image



ঢাকা: ভাগ্যবানই বলতে হবে।গত সপ্তাহে এক বিমান দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন এক ভারতীয়।ঐ দুর্ঘটনার পর এক সপ্তাহ যেতে না যেতেই কেরালার এই নাগরিকের সামনে বিশাল লটারি জয়ের আনন্দ।এক দুই লাখ ডলার নয় ১০ লাখ ডলার লটারি জয়ের আনন্দে আত্মহারা ৬২ বছর বয়সী মোহাম্মদ বশির আল কাদের।কিছু দিন আগে  সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে বিধ্বস্ত  এমিরেটস এয়ারলাইন্সের ২৮২ জন যাত্রীর একজন প্রবাসী কাদের। গত বুধবার বিমানটি অবতরণ করার পরই আগুন ধরে যায়। এতে দমকল বাহিনীর এক কর্মী মারা যান।বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভাগ্যক্রমে বিমানযাত্রীরা বেঁচে যান।বেঁচে গিয়েছিলেন বশিরও।






গতকাল মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার লটারি প্রতিযোগিতায় এক মিলিয়ন ডলার(৩.৬৭ মিলিয়ন দিরহাম) জিতেন মোহাম্মদ বশির আল কাদের। তার টিকেট নম্বর ছিল ০৮৪৫।






কাদের ইদুল ফিতরের ছুটিতে কেরালার থিরুবনন্তপুরম আসার পথে টিকেটটি কেনেন।






কাদের দুবাইয়ের একটি কার ডিলার গ্রুপে ফ্লিট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কর্মরত। ভারতে ফেরার সময় সবসময়ই র‍্যাফেল টিকেট কিনে থাকেন তিনি। ১৭তম টিকিটে তিনি মিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন। আর চার মাস পরই তার চাকরি থেকে অবসরে যাওয়ার কথা।  






কাদের বলেন, ‘আমি দুবাইতে ৩৭ বছর ধরে কাজ করছি। এই দেশটাকে আমার নিজের দেশের মতোই মনে হয়। আমি সাধারণ জীবনযাপন করি। এখন আমার সময় এসেছে অবসরে যাবার। বিমান দুর্ঘটনা থেকে বাঁচার পর আমার মনে হয়েছিল দ্বিতীয়বার জীবন পেয়েছি। আর এখন এতগুলো টাকা পেয়েছি। আমার ভালো কাজের পুরস্কার দিয়েছেন সৃষ্টিকর্তা।’






কাদের আরও জানান, অবসরের পর তিনি ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। কেরালার দরিদ্র শিশুদের আর্থিক ও চিকিৎসায় সাহায্য করতে চান তিনি। সূত্র: এনডিটিভি।    






(ঢাকাটাইমস/১০আগস্ট/এসআই/ এআর/ ঘ.)