logo ২১ এপ্রিল ২০২৫
আল-আরাফাহ্ ব্যাংকের ২৯৬তম বোর্ড সভা
ঢাকাটাইমস ডেস্ক
১৪ আগস্ট, ২০১৬ ২০:২৮:৫৪
image



আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর পরিচালক পর্ষদের ২৯৬তম সভা রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।






সভায় পর্ষদের সদস্য বদিউর রহমান, মো. হারুন-অর-রশীদ খাঁন, নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, হাফেজ মো. এনায়েত উল্যা, আহামেদুল হক, এ এন এম ইয়াহিয়া, খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, নিয়াজ আহমেদ, মো. শফিউল হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন, সেলিম রহমান, খালিদ রহিম, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/১৪আগস্ট/জেবি)