ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে দেশি-বিদেশি উদ্যোক্তাদের নিয়ে এসএমই ফেয়ার করতে যাচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অক্টোবরের প্রথম সপ্তাহে তিন দিনব্যাপী ফেয়ার করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে চেম্বার। ফেয়ার আয়োজনের জন্য কাজ করছে ‘নবান্ন মিডিয়া’ নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
‘ইন্টারন্যাশনাল এসএমই ফেয়ার বাংলাদেশ-২০১৬’ নামে ফেয়ারের আয়োজন করা হচ্ছে।
চেম্বার সূত্রে জানা যায়, অক্টোবরের প্রথম তিনদিন (১-৩ অক্টোবর) ফেয়ার অনুষ্ঠিত হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। চেম্বারের পক্ষ থেকে ফেয়ার আয়োজনের আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং সানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করতেই এ মেলার আয়োজন করা হচ্ছে।
মেলায় অংশগ্রহণের জন্য দেশীয় বিভিন্ন ট্রেড বডি ও বিভিন্ন দেশের এ্যাম্বাসিতে আমন্ত্রণপত্র পাঠাচ্ছে চেম্বার। তাইওয়ানসহ বেশকিছু দেশ ইতোমধ্যে ফেয়ারে অংশগ্রহণের বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে তিন দিনব্যাপী ফেয়ার অনুষ্ঠিত হবে। ফেয়ার দেশি-বিদেশি সবধরণের প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত থাকবে।
ফেসবুক, টুইটার ও লিংড ইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেয়ার নিয়ে প্রচারণা শুরু করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি।
নবান্ন মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসাইন ঢাকাটাইমসকে জানান, ‘মূলত এসএমই প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য ফেয়ারের আয়োজন। রপ্তানি বাড়ানোর পাশাপাশি বিদেশে বাজার তৈরি করতে ফেয়ারে সবধরনের আয়োজন থাকবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হবে। ফেয়ারের জন্য স্টলগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে। অর্ধশতাধিক প্রতিষ্ঠান ফেয়ার অংশগ্রহণের বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। নিবন্ধন করার পর বলা যাবে কারা কারা ফেয়ারে অংশগ্রহণ করছে।’
ফেয়ারে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ ফুট বাই ৮ ফুট আয়তনের স্টলের জন্য ৩০ হাজার টাকা এবং ১০ ফুট বাই ১২ ফুট আয়তনের স্টলের জন্য ৭০ হাজার টাকা পরিশোধ করতে হবে। নিবন্ধনের পর ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দ দেয়া হবে। মেলায় এসএমই পণ্য প্রদর্শনীর বাইরে এসএমই নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে এসএমই খাতে করণীয়, রপ্তানি ও বাজার তৈরিতে করণীয় বিষয়াবলি আলোচনা করা হবে।
(ঢাকাটাইমস/১২ আগস্ট/এসএস/এলএ)