চট্টগ্রাম: চট্টগ্রামে সুপার স্ট্রং ফিল্ম (এসএসএফ) টেকনোলজি সম্পন্ন টোটাল হাই-পিইআরএফ ফোর স্পেশাল মোটরবাইক অয়েল বাজারজাতকরণ শুরু করলো টোটাল লুব্রিকেন্টস।
চট্টগ্রাম বিভাগ থেকে উদ্বোধনী ক্যাম্পেইন শুরু হয়েছে গত সোমবার থেকে। সিঙ্গাপুর থেকে আমদানিকৃত এই অয়েল ম্যানুয়াল গিয়ারসহ সকল প্রকার ফোর স্ট্রোক ইঞ্জিন সম্পন্ন মোটর বাইককে সুরক্ষা দেবে।
বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান ট্রেড সার্ভিস ইন্টারন্যাশনাল (টিএসআই) জানিয়েছে, টোটাল হাই-পিইআরএফ ফোর টি স্পেশালে রয়েছে সুপার স্ট্রং ফিল্ম (এসএসএফ) টেকনোলজি, যা মোটর সাইকেলের ইঞ্জিনকে স্প্রিংয়ের মত সুরক্ষা দেবে। সাধারণ লুব্রিকেন্টস ওয়েল মোটর বাইককে সুরক্ষা দিতে ইঞ্জিনকে সর্বোচ্চ মাত্রায় ব্রেক করতে হয়। টোটাল লুব্রিকেন্টসের হাই-পিইআরএফ ফোরটির এসএসএফ টেকনোলজি ইঞ্জিনের সকল প্রকার চাপ শোষণ করে এবং ব্রেক করা থেকে মুক্ত রাখে।
টোটাল হাই পিইআরএফ ফোর টি স্পেশালের প্রতিটি অনু, ইঞ্জিনকে অধিক ঘর্ষণ থেকেও সুরক্ষা দেয়। সাধারণ লুব্রিকেন্টস অয়েলের চেয়ে হাই পিইআরএফ ফোর টি স্পেশাল সম্পন্ন টোটাল লুব্রিকেন্টস ইঞ্জিনকে ১০ গুণ পর্যন্ত সুরক্ষা দেয় এবং ৬৫ শতাংশ পর্যন্ত পরিষ্কার রাখার মাধ্যমে চরম চাপ মুক্ত রাখে।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এমএম)