logo ২১ এপ্রিল ২০২৫
ওয়ালটনে তিনশতাধিক ডিপ্লোমা প্রকৌশলীর ইন্টার্নশিপ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ আগস্ট, ২০১৬ ১০:৫১:৩৯
image




ঢাকা: ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম কর্তৃপক্ষ এবছর ৩২০ জন ডিপ্লোমা প্রকৌশলীকে কারিগরী শিক্ষা দিচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট কোর্সের আওতায় তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের মাধ্যমে দেয়া হচ্ছে এই বিশেষ প্রশিক্ষণ। গতকাল বুধবার রাজধানীর খিলগাঁওয়ের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।



ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান বলেন, ‘ওয়ালটন সার্ভিস সেন্টারগুলোতে রয়েছে বিশ্বের লেটেস্ট প্রযুক্তি, যন্ত্রপাতি, দক্ষ প্রশিক্ষক ও প্রকৌশলী। ওয়ালটনের মতো প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সংশ্লিষ্টদের দক্ষ কর্র্মী হিসেবে গড়ে তুলবে, অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। এতে করে, একদিকে এ খাতে দক্ষ জনশক্তির অভাব দূর হবে, অন্যদিকে বিশ্ব বাজারেও বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হবে।’



তিনি বলেন, ‘জাপান, জার্মানি ও আমেরিকার মতো দেশগুলো উন্নত বিশ্বে পরিণত হয়েছে শিল্পোন্নয়নের মাধ্যমে। বাংলাদেশকেও উন্নত বিশ্বের তালিকায় নাম লেখাতে হলে অবশ্যই প্রযুক্তি শিল্পে এগিয়ে যেতে হবে। আর ওয়ালটন সেই চেষ্টাই করছে।’



নরসিংদী পলিটেকনিক থেকে এসেছেন শিক্ষার্থী সোহেল হাসান। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রযুক্তি সমৃদ্ধ প্রতিষ্ঠানের সংখ্যা হাতে-গোনা কয়েকটি। তারমধ্যে ওয়ালটন অন্যতম। ওয়ালটনের মতো দেশসেরা প্রতিষ্ঠানে হাতে-কলমে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়ে নিজেদের অনেক ভাগ্যবান মনে করছি।’



প্রতিবছর আগস্ট মাসের মাঝামাঝি থেকে নভেম্বর-এর মাঝামাঝি পর্যন্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম কর্তৃপক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের তিন-মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগামে অংশগ্রহণ করার সুযোগ দেয়।



(ঢাকাটাইমস/১১আগস্ট/এএম)