পদকে যুক্তরাষ্ট্রের ‘সেঞ্চুরি’
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৬ ১০:৩৩:২৬
রিও অলিম্পিকে ১৩তম দিন শেষে মোট ১০০ পদক গেছে যুক্তরাষ্ট্রে। দেখে নিন এখন পর্যন্ত শীর্ষ দশ পদকপ্রাপ্ত দেশের তালিকা দেখে:
নং দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
১ যুক্তরাষ্ট্র ৩৫ ৩৩ ৩২ ১০০
২ ব্রিটেন ২২ ২১ ১৩ ৫৬
৩ চীন ২০ ১৬ ২২ ৫৮
৪ জার্মানি ১৩ ৮ ১১ ৩২
৫ রাশিয়া ১২ ১৫ ১৭ ৪৪
৬ জাপান ১২ ৫ ১৮ ৩৬
৭ ফ্রান্স ৮ ১২ ১৪ ৩৪
৮ ইতালি ৮ ১০ ৬ ২৪
৯ নেদারল্যান্ড ৮ ৪ ৪ ১৬
১০ অস্ট্রেলিয়া ৭ ১০ ১০ ১৭
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এএম)