logo ০৭ এপ্রিল ২০২৫
২০০মিটার দৌড় কাল সকালে
অমরত্বের আরও কাছে পৌঁছানোর হাতছানি বোল্টের
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৬ ১৮:২৪:১৬
image



 ২০১২ সালে লন্ডন অলিম্পকে ট্রেবল জেতার পর বলেছিলেন,‘ আই অ্যাম দ্য গ্রেট’। আর রিওতে ১০০ মিটার দৌড়ের আগে বলেছেন,‘ এখানেও তিনটি স্বর্ণ জিতে অমর হতে চাই। আমরা লক্ষ্য অমরত্ব।’ সেই অমরত্বের পথে এক পা দিয়ে রাখেন ১০০ মিটার জিতে।






শুক্রবার সকালে অমরত্বের আরও কাছে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তার সামনে। এদিন বাংলাদেশ সময় সকাল ৭:৩০ মিনিটে ফের ট্র্যাকে নামছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।  ২০০ মিটারের খেতাবটাও যে নিশ্চিত ধরে রাখছেন, তার ইঙ্গিত তো একদিন আগেই দিয়ে রাখলেন তিনি।






এদিন মৌসুমের সেরা টাইমিংটা প্রায় স্পর্শই করে ফেলেন বোল্ট। রিওতে কাল বোল্টের সামনে অনেকটাই ফাঁকা ট্র্যাক। কারণ যারা তাকে চ্যালেঞ্জ ন্যূনতম ছুড়ে মারার ছিলেন, সেই গ্যাটলিন, উয়োহান ব্লেকরা বাদ পড়েছেন সেমিফাইনাল থেকে। গ্যাটলিন ২০.১৩ সেকেন্ড সময় নিয়ে সেমির মঞ্চ থেকে বাদ পড়েছেন। ১০০মিটারে বোল্টকে বেশ ভালোই চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি।






গত এক দশক থেকেই ১০০ ও ২০০ মিটারে বোল্ট বিশ্বের অবিসংবাদিত তারকা। ১০০ মিটারের মতো ২০০ মিটারেও গত দুটি অলিম্পিকে স্বর্ণ পদক জিতে নেন বোল্ট। রিওতে জিতে ১০০ মিটারে ইতিমধ্যে হ্যাটট্রিক স্বর্ণ নিজের করে নিয়েছেন। এবার ২০০ মিটারেও হ্যাটট্রিকের সুযোগ তার সামনে। পরিস্থিতি বলছে, বোল্টের জন্য এটা স্রেফ সময়ের ব্যাপা হয়ে দাঁড়িয়েছে। ১০০ মিটারে কিছুটা ঘাম ঝরলেও ২০০ মিটার হেসে খেলেই জিতবেন বলেই মনে করা হচ্ছে। সেমিফাইনালে তো সেটাই দেখিয়ে দিলেন এ জ্যামাইকান গতির দানব।






(ঢাকাটাইমস/১৮আগস্ট/ডিএইচ)