৮৬ পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৬ ১০:২১:৩৩
রিও অলিম্পিকে ১২তম দিনে পদক তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৮ স্বর্ণ, ৩০ রৌপ্য ও ২৮ ব্রোঞ্জ সহ তাদের মোট পদক ৮৬টি। ১৯ স্বর্ণসহ ৫০ পদক নিয়ে ব্রিটেন দ্বিতীয় স্থানে এবং ১৭ স্বর্ণসহ ৫২ পদক নিয়ে চীন তৃতীয় স্থানে রয়েছে।
১২তম দিন শেষে শীর্ষদশ পদকপ্রাপ্ত দেশের তালিকা দেখে নিন
নং দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
১ যুক্তরাষ্ট্র ২৮ ৩০ ২৮ ৮৬
২ ব্রিটেন ১৯ ১৯ ১২ ৫০
৩ চীন ১৯ ১৫ ২০ ৫৪
৪ রাশিয়া ১২ ১৪ ১৫ ৪১
৫ জার্মানি ১২ ৮ ৯ ২৯
৬ জাপান ১০ ৫ ১৮ ৩৩
৭ ফ্রান্স ৮ ১১ ১২ ৩১
৮ ইতালি ৮ ৯ ৬ ২৩
৯ নেদারল্যান্ড ৮ ৪ ৩ ১৫
১০ অস্ট্রেলিয়া ৭ ৮ ৯ ২৪