logo ১৭ আগস্ট ২০২৫
ব্রাজিল-হন্ডুরাস সেমিফাইনালের ভিডিও হাইলাইটস
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৬ ১৭:৪০:৫২
image



স্বর্ণ জয়ের দৌঁড়ে শেষ ধাপে পৌঁছে গেছে স্বাগতিক ব্রাজিল। রিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের সেমিফাইনালে হন্ডুরাসকে ৬-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেইমাররা।






অন্যদিকে, নাইজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানি। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হবে স্বর্ণ জয়ের লড়াই।






গতকাল ম্যাচের মাত্র ১৫ সেকেন্ডেই হন্ডুরাসের জালে বল জড়ান ব্রাজিল দলপতি নেইমার। পেনাল্টি থেকে শেষ গোলটিও করেন তিনি। বিরতির আগেই জোড়া গোল করেন গ্যাব্রিয়েল জিসাস। বাকি দুইটি গোল করেন মারকুইনহস ও লুয়ান।






(ঢাকাটাইমস/১৮ আগস্ট/এসইউএল)