logo ০৭ এপ্রিল ২০২৫
স্প্রিন্টে টম্পসনের ‘ডাবল’
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৬ ১০:০৯:২৬
image



মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতার পর ২০০ মিটারেও সোনা জিতেছেন জ্যামাইকার এলেইন টম্পসন।






রিও গেমসের দ্বাদশ দিনে  টম্পসন বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের ডাফনে স্কিপার্সকে পেছনে ফেলেন ২১.৭৮ সেকেন্ড সময় নিয়ে।






২৪ বছর বয়সী টম্পসনের গতির সঙ্গে শেষ পর্যন্ত পাল্লা দিতে পারেননি বেইজিংয়ে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাকেই পেছনে ফেলা স্কিপার্স।






১০০ মিটারে রুপা পাওয়া যুক্তরাষ্ট্রের টরি বোউই পেয়েছেন ব্রোঞ্জ।






এদিকে ছেলেদের ২০০ মিটার সেমিফাইনাল জয় করে ফাইনালে উঠে গেছেন বোল্ট। বাদ পড়েছেন গ্যাটলিন।






বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৮ মিনিটে ট্রাকে নেমে ১৯.৭৮ সেকেন্ডে দৌড় শেষ করে সবার আগে ফাইনালে যান বোল্ট। ইভেন্টে তার ব্যক্তিগত টার্গেট ১৮ সেকেন্ডে দৌড় শেষ করা!






গ্যাটলিন দৌড় শেষ করতে সময় নেন ২০.১৩ সেকেন্ড। দৌড়ানোর সময় অতিরিক্ত আত্মবিশ্বাসই গ্যাটলিনকে ডুবিয়েছে। বেশ নির্ভার মনে হচ্ছিল তাকে। শেষ দিকে যেয়ে তিনি ঠাওর করতে পারেননি পেছন থেকে কেউ তাকে অতিক্রম করছে।






(ঢাকাটাইমস/১৮আগস্ট/এএম)