১০০ মিটারে টানা তিন আসরে সোনা জিতেছেন। ২০০ মিটারের হিট পার করেছেন সহজেই। আজ সকালে সেমিফাইনালেও দেখা গেল অপ্রতিরোধ্য বোল্টকে। বোল্ট ফাইনালে উঠলেও ১০০ মিটারে দ্বিতীয় হওয়া গ্যাটলিন বাদ পড়ে গেছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৮ মিনিটে ট্রাকে নেমে ১৯.৭৮ সেকেন্ডে দৌড় শেষ করে সবার আগে ফাইনালে যান বোল্ট। ইভেন্টে তার ব্যক্তিগত টার্গেট ১৮ সেকেন্ডে দৌড় শেষ করা!
গ্যাটলিন দৌড় শেষ করতে সময় নেন ২০.১৩ সেকেন্ড। দৌড়ানোর সময় অতিরিক্ত আত্মবিশ্বাসই গ্যাটলিনকে ডুবিয়েছে। বেশ নির্ভার মনে হচ্ছিল তাকে। শেষ দিকে যেয়ে তিনি ঠাওর করতে পারেননি পেছন থেকে কেউ তাকে অতিক্রম করছে।
বোল্ট দৌড়ান সেমিফাইনাল-২ তে। তার লেন নম্বর ছিল চার। সেমিফাইনাল-২ তে বোল্টের সঙ্গে দৌড়ান ১০০ মিটারে ব্রোঞ্জ পদক জয়ী কানাডার আন্দ্রে ডি গ্রাস।
এদিকে ১০০ মিটারে রৌপ্যজয়ী জাস্টিন গ্যাটলিন দৌড়ান সেমিফাইনাল-৩ তে। এই ইভেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়।
২০০ মিটার ও ৪×১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতলে তিনি টানা তিনটি অলিম্পিকে এই তিন ইভেন্টে স্বর্ণ জয় করে ইতিহাসে অমর হবেন বোল্ট।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/এএম)