logo ০৭ এপ্রিল ২০২৫
১৫ সেকেন্ডে নেইমারের গোল!
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ২২:৪৫:০৫
image



রিও অলিম্পিকের সেমিফাইনালে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ শুরুর ১৫ সেকেন্ডের ব্যবধানে গোল করে রেকর্ড গড়েছেন নেইমার। অলিম্পিকের ইতিহাসে এটি দ্রুততম গোল।






মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত দশটায়।






এই প্রতিবেদন লেখার সময় ৩-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল। পরের দুই গোল করেছেন উদীয়মান তারকা গ্যাব্রিয়েল জিসুস। ২৬তম মিনিটে এবং ৩৫তম মিনিটে।



জিসুসের দুটি গোলই ছিল দেখার মতো। প্রথম গোলটি করার সময় কিপারের মুখোমুখি অবস্থান থেকে আলতো টোকায় বল জালে পাঠান।



আর পরের গোলটি করেন আরো দক্ষতার সঙ্গে। একদম পোড় খাওয়া স্ট্রাইকারের ভঙ্গিমায়। বাঁ উইং ধরে বল নিয়ে একাই বক্সের ভেতর ঢুকে যান। তারপর আরেকটি আলতো টোকায় নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন।



টুর্নামেন্টে ব্রাজিলের শুরুটা ভালো না হলেও কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দলটির চেহারা অনেকটাই বদলে দিয়ে গেছে।






পাঁচটি বিশ্বকাপ জেতা ব্রাজিল কখনোই অলিম্পিক জিততে পারেনি। এবার ঘরের মাঠে সোনার স্বপ্নে বিভোর পেলের দেশ।






রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে নাইজেরিয়া।






(ঢাকাটাইমস/১৭আগস্ট /এএম)