logo ০৮ এপ্রিল ২০২৫
১৫০০ মিটারে কিপিয়েগনের স্বর্ণপদক
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ১০:৫১:২১
image



রিও অলিম্পিকের একাদশ দিনে বিশ্ব রেকর্ডধারী ইথিওপিয়ার গেনজেবে দিবাবাকে পেছনে ফেলে মেয়েদের এক হাজার ৫০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন ফেইথ কিপিয়েগন।






পদকটি জিততে চার মিনিট ৮.৯২ সেকেন্ড সময় নেন এই কেনিয়ান। তাছাড়া দিবাবার পেছনে থেকে ব্রোঞ্জ পদক জেতেন যুক্তরাষ্ট্রের জেনি সিম্পসন।






এদিকে সেরা হয়ে বেশ খুশি কিপিয়েগন। ‘বেশ ভালো লাগছে। দারুণ একটা লড়াই হয়েছে। সেরা হতে পেরে আমি আনন্দিত।’






এখন পর্যন্ত তিনটি স্বর্ণপদকসহ মোট ৬টি পদক নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছে কেনিয়া।  






(ঢাকাটাইমস/১৭আগস্ট/জেইউএম)