logo ০৮ এপ্রিল ২০২৫
জ্যামাইকাকে তৃতীয় স্বর্ণ জেতালেন ম্যাক্লাউড
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ০৯:৫৬:১৪
image



রিও অলিম্পিকে তৃতীয় স্বর্ণপদক এনে দিয়েছেন ওমার ম্যাক্লাউড। বাংলাদেশ সময় বুধবার সকালে ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন এই জ্যামাইকান। এই পদক জিততে ম্যাক্লাউড সময় নিয়েছেন ১৩.০৫ সেকেন্ড।






অপরদিকে স্পেনের অরল্যান্দো ওর্তেগা ১৩.১৭ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং ফ্রান্সের দিমিত্রি বাসকু ১৩.২৪ সেকেন্ডে ব্রোঞ্জ পদক ঝুলিতে পুরেছেন।






উল্লেখ্য, ১৯৮০ সাল মস্কো অলিম্পিকে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। তারপরও গেল ১২০ বছরের মধ্যে এই প্রথম অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে পদক জিতেনি যুক্তরাষ্ট্র।






(ঢাকাটাইমস/১৭আগস্ট/জেইউএম)