দুর্ঘটনায় প্রাণ গেল জার্মান অলিম্পিক কোচের
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ১২:০২:৫০
ঢাকা: গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল রিও অলিম্পিকের জার্মান ক্যানো দলের কোচ স্টেফান হেঞ্জ। দেশটির অলিম্পিক দলের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।
সতীর্থের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন হেঞ্জ। দুর্ঘটনার পর মারাত্মকভাবে আহত হন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সার্জারি করানো হয়।
কিন্তু সার্জারির পর ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে হেঞ্জকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে আর ফিরে আসেনি হেঞ্জ। না ফেরার দেশে পাড়ি জমান ৩৫ বছর বয়সী এই জার্মান কোচ।
এদিকে জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশনের সভাপতি আলফন্স হোরমান বলেন, ‘আমরা খুবই শোকাহত। মর্মাহত। আমাদের অলিম্পিক দলটা হেঞ্জের করুণ মৃত্যুতে মর্মাহত।’
উল্লেখ্য, ২০০৪ অলিম্পিকে জার্মানকে রৌপ্য পদক এনে দেন হেঞ্জ।
(ঢাকাটাইমস/১৭আগস্ট/জেইউএম)