মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টের ফাইনাল সকালে
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ২০:২৬:৩৮

ঢাকা: অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় একটি ইভেন্ট দৌড়। পুরো বিশ্বের চোখ থাকে এই ইভেন্টের দিকে। সবার মধ্যে একটা কৌতূহল থাকে যে, কে হচ্ছেন দ্রুততম মানব। কে হচ্ছেন দ্রুততম মানবী।
রিও অলিম্পিকে দৌড়ের ১০০ মিটার ইভেন্ট ইতোমধ্যে শেষ। ছেলেদের ১০০ মিটারে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার উসাইন বোল্ট। মেয়েদের ১০০ মিটারে স্বর্ণ জিতেছেন বোল্টের স্বদেশী এলেইন থম্পসন।
থম্পসনের সামনে আরও একটি স্বর্ণ জয়ের সুযোগ। মেয়েদের ২০০ মিটারের ফাইনালে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় ট্রাকে নামবেন থম্পসন। এর একটু আগেই তথা সকাল সাতটা আট মিনিটে ছেলেদের ২০০ মিটারের সেমিফাইনালে দৌড়াবেন বোল্ট।
মেয়েদের ফাইনালে অংশগ্রহণকারী আটজন হলেন, ডিয়াজাহ স্টিভেন্স (যুক্তরাষ্ট্র), দিনা অ্যাশের-স্মিথ (গ্রেট ব্রিটেন), ম্যারি জোসে তা লু (আইভরিকোস্ট), ড্যাফনে স্কিফার্স (নেদারল্যান্ডস), তোরি বাউই (যুক্তরাষ্ট্র), এলেইন থম্পসন (জ্যামাইকা), মিশেল-লি আহয়ে (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো), আইভেট লালোভা কলিও (বুলগেরিয়া)।
১০০ মিটারে ১০.৭১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন এলেইন থম্পসন। ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছিলেন তোরি বাউই। আর ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন থম্পসনের স্বদেশী শেলি অ্যান ফ্রেজার প্রাইস।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/এসইউএল)