বৃহস্পতিবার সকালে বোল্টের ২০০ মিটার সেমিফাইনাল
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ১৯:৪৯:৪২
ঢাকা: ১০০ মিটারে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন। ২০০ মিটারের হিট পার করেছেন সহজেই। সামনে এবার সেমিফাইনাল। ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৮ মিনিটে ট্রাকে নামবেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।
বোল্ট দৌঁড়াবেন সেমিফাইনাল-২ তে। তাঁর লেন নম্বর চার। সেমিফাইনাল-২ তে বোল্টের সঙ্গে দৌঁড়াবেন ১০০ মিটারে ব্রোঞ্জ পদক জয়ী কানাডার আন্দ্রে ডি গ্রাস। আর ১০০ মিটারে রৌপ্যজয়ী জাস্টিন গ্যাটলিন দৌঁড়াবেন সেমিফাইনাল-৩ তে। এই ইভেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়।
এবার ‘ট্রিপল ট্রিপল’ জয়ের স্বপ্ন নিয়ে অলিম্পিক মিশন শুরু করেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। সেই লক্ষ্যে তিনি এক ধাপ এগিয়ে গেছেন। ২০০ মিটার ও ৪×১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতলে তিনি টানা তিনটি অলিম্পিকে এই তিন ইভেন্টে স্বর্ণ জয় করবেন।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/এসইউএল)