logo ০৮ এপ্রিল ২০২৫
ব্রাজিলে ইউরোপিয়ান অলিম্পিক কমিটির প্রধান গ্রেপ্তার
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ২০:৪৩:৩৯
image



ইউরোপিয়ান অলিম্পিক কমিটির প্রধান ইরিশহ্যাম প্যাট্রিক হিকে’কে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। অবৈধভাবে টিকিট বিক্রির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।






ব্রাজিলের গণমাধ্যম জানাচ্ছে, ৭১ বছর বয়সী হিকে চড়া দামে টিকিট বিক্রি করছিলেন।






হিকেকে অসুস্থ অবস্থায় ব্রাজিল পুলিশ হাসপাতালে নিয়ে গেছে।






পুলিশ বলছে, হিকে আগে আয়ারল্যান্ড অলিম্পিক কমিটিরও প্রধান ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে চেয়েছিলেন। 






পুলিশ সদস্যরা হোটেলের দরজায় ‘নক’ করলে সংযুক্ত আরেকটি রুম দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। একই রুমে তার ছেলেও ছিলেন। এই প্রতিবেদন লেখার সময় তিনি ওই রুমে অবস্থান করছেন বলে জানা গেছে।






আয়ারল্যান্ডের দূতাবাস থেকে বলা হয়েছে, ‘আমরা শুনেছি একজন আইরিশ ব্যক্তি রিওতে গ্রেপ্তার হয়েছেন।’






ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর ধারণা, হিকের সহকারী কেভিন জেমস ম্যালোনের কাছ থেকে তথ্য পেয়ে হিকেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন  কেভিনকে গ্রেপ্তার করে পুলিশ।






বিবিসি।






(ঢাকাটাইমস/১৭আগস্ট/এএম)