logo ০৭ এপ্রিল ২০২৫
এবার ডাকাতের কবলে গ্রেট ব্রিটেনের অ্যাথলেট
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৬ ১৬:৫৮:৩৫
image



রিওতে এবার ডাকাতের কবলে পড়লেন গ্রেট ব্রিটেনের অ্যাথলেট। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অ্যাথলেট গত মঙ্গলবার ভোরে এই ঘটনার শিকার হন। রাতে ঘোরাঘুরির পর বাসায় ফিরছিলেন তিনি। এ সময় বন্দুক ঠেকিয়ে তার কাছ থেকে ডাকাতি করা হয়।






রিও অলিম্পিকে গ্রেট ব্রিটেন থেকে ৩৬৬ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের সবাইকে অলিম্পিক ভিলেজের বাইরে গ্রেট ব্রিটেনের অফিসিয়াল পোশাক পরতে নিষেধ করা হয়েছে। এছাড়া স্থানীয় ট্যাক্সিতে না উঠতে পরামর্শ দেয়া হয়েছে। আর রাতে বের হতে হলে বিষয়টি টিম ম্যানেজমেন্ট বিষয়টি জানাতে বলা হয়েছে।






এর আগে যুক্তরাষ্ট্রের সাঁতারু রায়ান লোকটি, জেমন ফেইজেন, গুনার বেনৎজ ও জ্যাক কঙ্গার অভিযোগ করেন, গত রবিবার রাতে বন্দুকের মুখে রেখে তাদের কাছ থেকে ডাকাতি করা হয়।






(ঢাকাটাইমস/১৮ আগস্ট/এসইউএল)