logo ১০ এপ্রিল ২০২৫
একটি ব্রোঞ্জ জিতেই কোটিপতি
ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৬ ১৯:২৩:৩০
image



এক ব্রোঞ্জ পদক জিতেই কোটিপতি!রিও অলিম্পিকে ১০০ কোটি মানুষের দেশ ভারতকে প্রথম পদক এনে দেন ‍কুস্তিগির সাক্ষী মলিক। পদক খরা কাটানো সাক্ষী এখন গোটা ভারতের নয়নের মণি।  সেই সঙ্গে ভাসছেন পুরস্কারের বন্যায়।






হরিয়ানার মেয়ে সাক্ষী নিয়ে আলাদা একটা উন্মাদনা তাঁর নিজের রাজ্যে। হরিয়ানার রাজ্য সরকার রিওতে ব্রোঞ্জজয়ী এই কুস্তিগিরকে আড়াই কোটি টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। সেই সঙ্গে সরকারী চাকরীও দেওয়া হচ্ছে তাকে। এখানেই শেষ নয়, ভারতীয় কেন্দ্রীয় সরকারও সাক্ষীর জন্য পুরস্কার ঘোষণা করবে বলে সেখানকার মিডিয়া জানিয়েছে।






বোঞ্জ জেতায় সাক্ষীকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে বলেন,‘এই সাফল্য আগামী দিনের প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, দেশকে পদক দিয়ে তিনি সবাইকে গর্বিত করেছেন। সাক্ষীর জন্য রইল শুভেচ্ছা।’






(ঢাকাটাইমস/১৮আগস্ট/ডিএইচ)