logo ০৭ এপ্রিল ২০২৫
আলী-পেলের কাতারে নিজেকে দেখতে চাই: বোল্ট
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৬ ১৩:০১:৩৪
image




ট্র্যাকে নামার আগে বলেছিলেন ১৮ সেকেন্ডে ২০০ মিটার শেষ করতে চাই। সেটা না পারলেও হেসেখেলে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে বোল্ট বলছেন, ‘জোরেই দৌড়েছিলাম। কিন্তু শরীর সায় দেয়নি। বুঝতে পারছি বুড়ো হচ্ছি।’



বাস্তবতার কথা বলেই বোল্টের রণ হঙ্কার, ‘কিন্তু আমার প্রমাণ করার কিছু নেই। কী পারি সেটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি, আমিই সর্বকালের সেরা।’



বোল্ট শুক্রবার সকালে ১৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে স্বর্ণপদক জেতেন। এর আগে ১০০ মিটারে চ্যাম্পিয়ন হন ৯.৮১ সেকেন্ডে। বোল্ট টানা তিন অলিম্পিকে এই ইভেন্টগুলোতে জিতে আসছেন। আসন্ন ৪*১০০ মিটারে জিততে পারলেই অবিশ্বাস্য ট্রিপল-ট্রিপলের নজির গড়বেন এই জীবন্ত কিংবদন্তি।



আজ বোল্টের পেছনে থেকে দৌড় শেষ করেন কানাডার অঁদ্রে দে গ্রাস। সময় নিয়েছেন ২০.০২ সেকেন্ড। ২০.১২ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন ফ্রান্সের ক্রিস্তোফ লুমেত।



‘চেষ্টা করছি সর্বকালের সেরাদের তালিকায় ঠাঁই পেতে। এই আসর শেষে যেতে চাই মোহাম্মদ আলী এবং পেলের কাতারে।’



(ঢাকাটাইমস/১৯আগস্ট/এএম)