অলিম্পিকে আজকের ইভেন্ট
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৬ ১১:২৬:১০
সোনার লড়াই
দ্রুত হাঁটা : পুরুষ ৫০ কিমি (বিকেল ৫টা), মহিলা ২০ কিমি (রাত ১১-৩০ মিনিট)।
ব্যাডমিন্টন : মহিলা একক (রাত ৮টা), পুরুষ দ্বৈত (রাত ৮-৫০ মিনিট)।
সিনক্রোনাইজড সাঁতার : মহিলা দলগত ফ্রি রুটিন (রাত ৯টা)।
ইকুয়েস্ট্রিয়ান : জাম্পিং ব্যক্তিগত (রাত ১০-৩০ মিনিট)।
সাইক্লিং : বিএমএক্স মহিলা ব্যক্তিগত (রাত ১২টা), পুরুষ ব্যক্তিগত (১২-১০ মিনিট)।
ওয়াটার পোলো : মহিলা ফাইনাল (রাত ১২-৩০ মিনিট)।
বক্সিং : মহিলা লাইট ৬০ কেজি (রাত ১টা)।
হকি : মহিলা ফাইনাল; নেদারল্যান্ডস-গ্রেট ব্রিটেন (রাত ২টা)।
ফুটবল : মহিলা ফাইনাল; সুইডেন-জার্মানি (রাত ২-৩০ মিনিট)।
রেসলিং : ফ্রিস্টাইল পুরুষ ৭৪ কেজি (রাত ২-৩০ মিনিট)।
তায়কোয়েনদো : মহিলা ৬৭ কেজি, পুরুষ ৮০ কেজি (সকাল ৭টা, ৭টা ১৫ মিনিট)।
অ্যাথলেটিকস : মহিলা পোলভোল্ট (সকাল ৫-৩০ মিনিট), পুরুষ হ্যামার থ্রো (সকাল ৬টা) মেয়েদের ৫০০০ মিটার (৬-৪০ মিনিট), মেয়েদের ১০০ মিটার রিলে (৭-১৫ মিনিট), ছেলেদের ১০০ মিটার রিলে (৭-৩৫ মিনিট)।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এএম)