logo ০৪ জুলাই ২০২৫
পেট থেকে বের হলো একে একে ৪০ চাকু
ঢাকাটাইমস ডেস্ক
২৩ আগস্ট, ২০১৬ ১১:৪৩:৩১
image



মানুষ তো কত কি খায়। মাছ-মুরগি থেকে শুরু করে সাপ, ব্যাঙ, কত কি। কিন্তু তাই বলে লোহার চাকু?তাও আবার ৪০ খান? ঘটনাটা ঘটেছে ভারতের পাঞ্জাবে। আর যিনি ঘটনা ঘটিয়েছেন তার নাম হল জার্নেইল সিং।






গত দুই মাস ধরে তিনি একটার পর একটা লোহার চাকু গিলে যাচ্ছিলেন নিয়মিত। তারপর হঠাৎ করেই একদিন পেটে প্রচণ্ড ব্যাথা।






শেষে ডাক্তারের কাছে নেয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল পেটে জমে আছে অত্তগুলো লোহার চাকু। অত:পর গুরুদাসপুরের কর্পোরেট হসপিটালে পাঁচ ঘণ্টার অপারেশনের পর সবকটা ছুরি উদ্ধার করা গেছে তার পেট থেকে। রোগী এখন পুরোপুরি আশঙ্কামুক্ত, জানিয়েছেন তার ডাক্তাররা।



তবে যে কোন রকমভাবে একটা ছুরি এদিক সেদিক হলেই ঘটে যেতে পারতো প্রাণঘাতি ঘটনা। যদিও খাওয়ার সময় নাকি সেই ৪০ টা চাকু নাকি ভাজ করাই ছিল, কিন্তু ভাজ খুললে তার প্রত্যেকটার উচ্চতা দাঁড়ায় সাত ইঞ্চির মত। অর্থাৎ কোন রকমে যদি একটা ছুরির ভাজ খুলতো তাহলেই আর বাঁচানো যেতো না সিংজিকে।



কিন্তু দুনিয়ায় এত কিছু থাকতে চাকু কেন? জার্নেইল সিং জানিয়েছেন, এটা নাকি তার নেশা। তার ভাষায়-“মানুষের যেমন মদের নেশা হয়, গাঁজার নেশা হয় আমার তেমন হয়েছে চাকু খাওয়ার নেশা। একটার পর একটা খেয়ে গেছি, থামাতে পারি না নিজেকে।”



ঢাকাটাইমস/২৩আগস্ট/ডব্লিউবি