‘জয়’-এর সন্ধানে সিবিআই তলব
ঢাকাটাইমস ডেস্ক
২৪ আগস্ট, ২০১৬ ১৭:১৬:৪৫

হারিয়ে যাওয়া বাঘ ‘জয়’-এর সন্ধানে ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইন্টেলিজেন্স(সিবিআই)’র সহযোগিতা চেয়েছেন মহারাষ্ট্র সরকার।চলতি বছরের এপ্রিল থেকে বাঘটি নিখোঁজ রয়েছে। খবর এনডিটিভির।
মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধির মাঙ্গাতিওয়ার বলেন, ‘নিখোঁজ বাঘটির খোঁজে সিবিআইয়ের সহযোগিতা চেয়ে খুব শিগগির প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখব।’
২৫০ কেজি ওজনের বাঘটিকে খুঁজে পেতে ব্যাপক অনুসন্ধান কার্যক্রম চললেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। বলিউডের ব্লকবাস্টার ‘শোলে’ চলচ্চিত্রের অমিতাভ বচ্চনের ‘জয়’ চরিত্রের অনুকরণে বাঘটির নাম রাখা হয়েছিল।
দেশব্যাপী বিখ্যাত ‘জয়’ আজ থেকে তিন বছর আগে সঙ্গিনীর সঙ্গে মিলিত হতে গ্রাম, নদী এবং বিপজ্জনক মহাসড়ক পাড়ি দেয়।সেই থেকে বাঘটি নিখোঁজ।
হারিয়ে যাওয়ার আগে সাত বছর বয়সী বাঘটি পর্যটক এবং সংরক্ষণবাদীদের প্রিয় স্থান নাগপুরের নিকটবর্তী উমরেড কারখান্ডালা বন্যপ্রাণী অভয়াশ্রমে ছিল। ১৮ এপ্রিল এই স্থান থেকেই বাঘটি নিখোঁজ হয়। বাঘটির জন্য গ্রামবাসীরা প্রার্থণারও আয়োজন করেছে একাধিক বার।
মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টি(বিজেপি)’র সাংসদ নানা পাটোলি এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন বলেও জানিয়েছেন।
বনরক্ষীরা জানায়, তিন মাস আগে জয়ের বৈদ্যুতিক গলাবন্ধনিটি নষ্ট হয়ে গেলে তার অবস্থান সম্পর্কে তথ্য জানা বন্ধ হয়ে যায়। তখন থেকেই তাদের উদ্বেগ বাড়তে থাকে।
প্রাদেশিক সরকার বাঘটির অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে ৫০ হাজার রুপি পুরষ্কার ঘোষণা করেছে। শত শত গ্রামবাসী বাঘটিকে হন্যে হয়ে খুঁজলেও তার নাগাল পাওয়া যায়নি।
পরিবেশ সংরক্ষণবাদী রোহিত কারো বলেন, ‘বাঘটি ইতিমধ্যে ২০টি শাবকের জন্ম দিয়েছে। এটি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করে স্থানীয়দের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে।
ভারতে দুই হাজার ২০০টি বাঘ রয়েছে। যা পৃথিবীর ৭০ শতাংশ বিশ্বের বিপন্ন বাঘের মধ্যে পড়ে।
ধারণা করা হচ্ছে, জয় অন্য কোনো বাঘের সঙ্গে লড়াই করে আহত হয়েছে। অথবা বন্যপ্রাণীদের অবৈধ ব্যবসায়ীদের খপ্পরে পড়েছে।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এসআই/এআর/ ঘ.)