logo ২০ এপ্রিল ২০২৫
এ্যানির মামলা ছয় মাসের জন্য স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২২:০৯
image



অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দুদকের করা মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।






বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ্যানির পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নাল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।






খুরশিদ আলম খান ঢাকাটাইমসকে বলেন, ছয় মাসের জন্য মামলাটি স্থগিত করেছেন আদালত। এর পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না এ মর্মে ছয় মাসের জন্য রুলও দিয়েছেন আদালত।






২০১৪ সালের ৯ অক্টোবর রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে এ্যানির বিরুদ্ধে মামলাটি করেন।






মামলার বিবরণ থেকে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এ্যানি ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তাই তার বিরুদ্ধে মামলাটি করে দুদক।






(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এমএবি/এমআর)