logo ২০ এপ্রিল ২০২৫
খালেদার এক মামলায় শুনানি পেছালো, আরেকটিতে সাক্ষ্যগ্রহণ
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৬ ১৭:০০:৩৮
image



বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বুধবার আত্মপক্ষ শুনানি পেছালেও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে।






বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদারের আদালতে মামলার কার্যক্রম শুরু হলে আইনজীবীরা বলেন, হরতালে নিরাপত্তার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। তারা আত্মপক্ষ শুনানির মুলতবির জন্য সময় আবেদন করেন। শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৬ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।






এরপর অরফানেজ মামলায় ২৭ ও ২৮তম সাক্ষী হিসেবে বগুড়ার নন্দিগ্রামের ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও বগুড়ার গাবতলী উপজেলার ভূমি কার্যালয়ের তৎকালীন সার্ভেয়ার ও সিরাজগঞ্জের চৌহালি ভূমি কার্যালয়ের বর্তমান কর্মকর্তা আব্দুল মমিন মন্ডলের জবানবন্দি গ্রহণ করেন।






এদের জবানবন্দি গ্রহণের পর গত ১৮ আগস্ট জবানবন্দি হওয়া তিন সাক্ষীর মধ্যে প্রাইম ব্যাংকের স্কাটনের অ্যাক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট রিফাত হোসেন ও ভাইস-প্রেসিডেন্ট মোল্লা ফরিদ আহমেদকে আংশিক জেরা করেন আইনজীবীরা। এরপর আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।






প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। মামলাটিতে ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়।






মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।






অন্যদিকে এতিমদের জন্য বিদেশি থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।






২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।






অভিযোগপত্রে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়। 






(ঢাকাটাইমস/৩১আগস্ট/আরজেড/জেবি)