আমজাদ হত্যায় দুইজনের যাবজ্জীবন
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৬ ১৫:২৯:৪০

ঢাকার সাভার থানাধীন পাঁচগাছিয়ার বহুল আলোচিত আনোয়ার হোসেন আমজাদ (১৮) হত্যা মামলার আসামি আশরাফ হোসেন বাপ্পি ও মো. রুবেলের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে মো. বাবুল নামে অপর আসামিকে খালাসও দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ দণ্ড ও খালাসের এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত বাপ্পি সাভারের পাঁচগাছিয়ার মো. ওয়াজেল আলী ছেলে। অন্যদিকে দণ্ডিত রুবেল একই এলাকার আমছর আলী ছেলে। রায় ঘোষণার সময় আসামিদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২২ আগস্ট মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করেন বিচারক।
রায় ঘোষণার পর মামলার বাদী দেলোয়ার হোসেন বলেন, রায়ে এক আসামির খালাস এবং অপর দুই আসামির সর্বোচ্চ শান্তি না হওয়ায় আমরা উচ্চ আদালতে আপিল করবো।
রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি মাহবুবুর রহমান এবং বাদীপক্ষে ব্যক্তিগত আইনজীবী মো. জাহিদুর রহমান ওরফে রহমান জাহিদ মামলা পরিচালনা করেন।
মামলাটি চলতি বছর ২৫ এপ্রিল ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার পর গত ৩ আগস্ট চার্জশিটের ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
প্রসঙ্গত, ঢাকার সাভারের পাঁচগাছিয়ার ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন ছোটভাই আমজাদকে পূর্ব শত্রুতার জের ধরে গত ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে বাসার সামনে আসামি আশরাফ হোসেন বাপ্পি চাপাতি দিয়ে মাথায় কুপায়, আসামি মো. রুবেল লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন এবং আসামি মো. বাবুল গলা চেপে ধরে মারাত্মক জখম করেন। সঙ্গে আঘাতপ্রাপ্ত হন ভাই দেলোয়ার, ভাবী মিতু আক্তার এবং জনৈক জামাল হোসেন জেমি। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৬ সেপ্টেম্বর আমজাদ মৃত্যুবরণ করেন। নিহত হওয়ার রাতেই সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করে ভাই দেলোয়ার। মামলাটিতে ২০১৪ সালের ৩১ মে আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশের এসআই মো. নজরুল ইসলাম। কিন্তু তদন্ত ত্রুটিপূর্ণ হওয়ায় বাদীর নারাজির ভিত্তিতে মামলাটি পরে সিআইপি পুলিশ তদন্ত করে ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি সিআইডি পুলিশের ইন্সপেক্টর বিষ্ণু ব্রত মল্লিক একই আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিট হওয়ার পর ২০১৫ সালের ২৭ আগস্ট ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে আমজাদকে হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩০২ এবং বাদীসহ অপরদের আহত করার অভিযোগে ৩২৩ ধারায় চার্জগঠন করেন।
(ঢাকাটাইমস/৩০আগস্ট/আরজেড/জেবি)