logo ২০ এপ্রিল ২০২৫
দুর্নীতির মামলায় মুন গ্রুপের মালিক মিজানের জামিন
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ আগস্ট, ২০১৬ ১৭:০৭:৩১
image



দুর্নীতির মামলায় মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও দৈনিক বর্তমানের প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেছে দায়রা জজ আদালত।






ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সোমবার এ আসামির এই জামিন মঞ্জুর করেন।






এর আগে গত ১০ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করেন দুদকের উপ-পরিচালক। এরপর ১১ আগস্ট ঢাকা সিএমএম আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।






গত ৩০ জুন অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ওইদিনই ডিএমডি মিজানুর রহমান খানকে ভারপ্রাপ্ত এমডি করা হয়। ওইদিনই মিজানুর রহমান খান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহা-ব্যবস্থাপক মো. শফিউল্লাহকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠায়। গত ৪ আগস্ট মিজানুর রহমান খানের জামিন মঞ্জুর করে মহানগর দায়রা জজ আদালত।






উল্লেখ্য, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয়ার কারণে অগ্রণী ব্যাংকের এমডি সেয়দ আবদুল হামিদ, ডিএমডি মিজানুর রহমান খানস, মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে গত ৩০ জুনই মামলাটি করে দুদক।






রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫৫৫ নম্বর প্লটে মুন গ্রুপের মালিক মিজানুর রহমানের বৈধ মালিকানা ছিল না। মিজানুর রহমানের বিরুদ্ধে জমির মালিক শেখ মো. জয়নাল আবেদীন ও আম-মোক্তারনামা তাঁর ছেলে শেখ মো. আবদুল গণির মামলা এখনো চলমান। তা ছাড়া, রাজউক অনুমোদিত বৈধ নকশাও ছিল না। বিতর্কিত ওই জমিতে নির্মাণাধীন একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয় ব্যাংক। মঞ্জুর হওয়া ঋণ থেকে পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা তুলে নিয়ে ব্যাংক তথা রাষ্ট্রের ওই পরিমাণ অর্থ আসামিরা আত্মসাৎ করেন।






(ঢাকাটাইমস/২৯আগস্ট/আরজেড/জেবি)